Page:3
See first page Before
61.অ্যাম্ফিবিয়ার বৈশিষ্ট্য কোনটি?
ক.দেহত্বক নগ্ন, গ্রন্থিময় ও সিক্ত
খ.প্ল্যাকয়েড আঁইশ দ্বারা এদের দেহ আবৃত
গ.লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না
ঘ.দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে উঠা-নামা করে না
62.কোনটি সত্য নয়?
ক.বায়ো গ্যাসের প্রধান উপাদান মিথেন
খ.Gene শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী মেন্ডেল
গ.কচুতে গাটেশন পরিলক্ষিত হয়
ঘ.কোলেনকাইমা টিস্যুতে মাঝে মাঝে ক্লোরোপ্লাস্ট থাকতে পারে
63.Which of the following sentences is correct?
ক.I forbade him from going.
খ.I forbade him to go.
গ.I forbade him going.
ঘ.I forbade not to go.
64.১৫ জুন ২০১১ কোন দেশটি আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা (IRENA) –
এর ৭৮ তম সদস্য পদ লাভ করে?
ক.ফিলিপাইন
খ.গ্রানাডা
গ.রুয়ান্ডা
ঘ.মাইক্রোনেশিয়া
65.একটি চুম্বককে 2:1 অনুপাতে ভাঙ্গা হলে -
ক.বড় টুকরার চৌম্বক মোমেন্ট ছোট টুকরার দ্বিগুণ হবে
খ.বড় টুকরার মেরুশক্তি ছোট টুকরার দ্বিগুণ হবে
গ.টুকরা দুইটির চৌম্বকীয় মোমেন্টের কোনো পরিবর্তন হবে না
ঘ.উপরের কোনটিই নয়
66.কোনো রাসায়নিক বিক্রিয়ার হার নির্ভর করেকোন বিষয়ের উপর?
ক.বিক্রিয়কের ঘনমাত্রার উপর
খ.বিক্রিয়কের প্রকৃতির উপর
গ.বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর
ঘ.সবগুলিই সত্যর তরঙ্গ দৈর্ঘ্য নিচে উল্লেখকরা হল। যেটি সত্য নয় -
ক.গামা রশ্মি → 10-11m থেকে 10-15m
খ.অতি বেগুনী রশ্মি → 3.9 x 10-7m থেকে 3 x 10-9m
গ.অবলোহিত রশ্মি → 10-3m থেকে 3 x 10-7m
ঘ.মাইক্রোওয়েভ তরঙ্গ → 10-1m থেকে 105m
68.প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র পরিষদ (স্টুডেন্টস কাউন্সিল) – এর সদস্য
নির্বাচনে কোন শ্রেণীর শিক্ষার্থীরা ভোটারও প্রার্থী হতে পারে?
ক.তৃতীয় শ্রেণী
খ.চতুর্থ শ্রেণী
গ.পঞ্চম শ্রেণী
ঘ.ওপরের সবগুলোই
69.বৈদ্যুতিক আবেশের বৈশিষ্ট্য কোনটি নয়?
ক.দূরত্ব বাড়লে আবিষ্ট চার্জের পরিমাণ হ্রাস পায়
খ.নিকটবর্তী প্রান্তে মুক্ত চার্জ ও দূরবর্তী প্রান্তে বন্ধ চার্জ উৎপন্ন হয়
গ.এর মধ্যমাংশ চার্জহীন থাকে
ঘ.আবিষ্ট পদার্থের দুই প্রান্তে সমপরিমাণ বিপরীত চার্জ উৎপন্ন হয়
70. 'Bill of fare' is —
ক.A chart of bus fare
খ.A price list
গ.A valuable document
ঘ.A list of dishes at a restaurant
71.A 'bull market' means, that share prices are —
ক.Falling
খ.Rising
গ.Moving
ঘ.Static
72.মানুষের পোর্টাল শিরাতন্ত্র সম্পর্কে কোনটি সত্য নয়?
ক.মানুষের শুধু হেপাটিক পোর্টাল শিরাতন্ত্র থাকে খ.ইহা উৎপন্ন হওয়ার পর
সরাসরি হৃদপিন্ডে প্রবেশ করে
গ.মানুষের রেনাল পোর্টালতন্ত্র থাকে না
ঘ.হেপাটিক পোর্টাল শিরা যকৃতে প্রবেশ করে
73.কোনটি সত্য নয়?
ক.Oligodendrocyte কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে মাইলিন সিথ গঠন করে
খ.স্নায়ুকোষ এক্টোডার্ম হতে উৎপন্ন হয়
গ.নিউরনের প্রধান কাজ উদ্দীপনা বহন করা
ঘ.কোনটিই নয়
74.অ্যালকাইল হ্যালাইড সম্পর্কে কোনটি সঠিক নয়?
ক.ধূমায়িত H2SO4 এর সাথে সালফোনেশন বিক্রিয়া দেয়
খ.হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে না
গ.সোডিয়ামের সাথে বিক্রিয়া করে ইথার উৎপন্নকরে
ঘ.আর্দ্র NaOH এর সাথে বিক্রিয়া করে অ্যালকোহল উৎপন্ন করে
75.বিজ্ঞানী নিউটনের মতে বস্তুর বর্ণ কোনটির উপর নির্ভর করে না?
ক.আপতিত আলোকের প্রকৃতি
খ.বস্তুর উপর আপতিত আলোক এবং বস্তু কর্তৃক শোষিত আলোকের অনুপাত
গ.বস্তুর দ্বারা প্রতিফলিত বা প্রতিসৃত আলোক রশ্মির প্রকৃতি
ঘ.প্রিজম পদার্থের প্রতিসরাংক
76.মাইকেল ফ্যারাডের মতে চৌম্বক বলরেখার ধর্ম কোনটি?
ক.চুম্বকের বাইরে বলরেখাগুলি দক্ষিণ মেরু হতে উত্তর মেরুতে গমন করে
খ.বলরেখাগুলি পরস্পরকে ছেদ করে
গ.বলরেখাগুলি স্থিতিস্থাপক সূতার ন্যায় দৈর্ঘ্য বরাবর সংকুচিত হয়
ঘ.ইহারা সমান্তরাল সরলরেখা
77.বিজ্ঞানী নিউটন আলোর বিচ্ছুরন আবিষ্কার করেন কত সালে?
ক.1666
খ.1665
গ.1664
ঘ.1660
78.মাইওপিয়া সংশোধনের জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক.বাইকনকেভ লেন্সের চশমা
খ.কনভেক্সো-কনকেভ লেন্সের চশমা
গ.প্লেনো-কনকেভ লেন্সের চশমা
ঘ.সিলিন্ডার আকৃতির লেন্সের চশমা
79.মিউসিস কোষ বিভাজন সম্পর্কে কোনটি সত্য নয়?
ক.ইন্টারফেজ দশাটি ক্ষণস্থায়ী
খ.প্রোফেজ দশায় DNA সংশ্লেষিত হয়
গ.মস উদ্ভিদের জাইগোটে এই বিভাজন ঘটে
ঘ.জনুঃক্রমে কোনো ভূমিকা নেই
80.পরীক্ষাগারে নাইট্রিক এসিড প্রস্তুত করা হয় কোনটি থেকে?
ক.NaNO3, KNO3, ও ঘন H2SO4 (200 – 300°C)
খ.NH3, O2 ও H2SO4 (প্রভাবক; 900°C)
গ.বায়ু ও NO2 (Pt প্রভাবক; 100°C)
ঘ.NO, O2, ঘন H2SO4 (200°C)
81.যেটি সত্য নয় -
ক.100% H2SO4 কে সালফান বলা হয়
খ.SO2 কে ওয়েল অব ভিট্রিওল বলা হয়
গ.dil H2SO4 উত্তম জারক পদার্থ নয়
ঘ.এসিড নিক্ষেপকারীরা H2SO4 নিক্ষেপ করে কারণ ইহা বিপদজনক ক্ষত সৃষ্টি করে
82.Which of the following sentences is correct?
ক.One of my friends is a lawyer.
খ.One of my friends is a lawyer.
গ.One of my friend is a lawyer.
ঘ.One of my friends are lawyers.
83.ফার্ণ প্রোথ্যালাস সম্পর্কে যেটি সঠিক নয় -
ক.ইহা সবুজ বর্ণের বহুকোষী ও বৃক্কাকার এবং ফার্ণের গ্যামেটোফাইট
খ.ইহাতে পুংজননাঙ্গ অ্যান্থেরেডিয়াম এবং স্ত্রীজননাঙ্গ আর্কিগোনিয়াম বিদ্যমান
গ.ইহাতে সোরাস উৎপন্ন হয়
ঘ.এর নিম্নপ্রান্তে রাইজয়েড উৎপন্ন হয় যা প্রোথ্যালাসকে মাটি থেকে খাদ্য
সংগ্রহ করতে সাহায্য করে
84.যেটি সত্য নয় -
ক.কোনো বস্তু প্রতি সেকেন্ডে 3.7 x 1010 সংখ্যক পরমাণুর ভাঙ্গনকে 1 কুরী বলে
খ.কোনো বস্তুর প্রতি সেকেন্ডে একটি পরমাণুরভাঙ্গনকে 1 বেকেরেল বলে
গ.কোনো মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙ্গন বা অবক্ষয়ের হার ঐ সময়ে
উপস্থিত অক্ষত পরমাণু সংখ্যার ব্যস্তানুপাতিক
ঘ.নিউক্লিয়াসের ব্যাসার্ধ = 10-15 m (প্রায়)
85.দেশের অষ্টম সিটি কর্পোরেশন কোনটি?
ক.কুমিল্লা সিটি কর্পোরেশন
খ.গাজীপুর সিটি কর্পোরেশন
গ.রংপুর সিটি কর্পোরেশন
ঘ.নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন
86.আফ্রিকা মহাদেশের স্বাধীন দেশ কতটি?
ক.৫২ টি
খ.৫৩ টি
গ.৫৪ টি
ঘ.৫৫ টি
87.২৮ জুন ২০১১ পর্যন্ত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কতটি?
ক.৯৩৩ টি
খ.৯৩৪ টি
গ.৯৩৫ টি
ঘ.৯৩৬ টি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন