Page:1
1.ডেটলের রাসায়নিক নাম -
ক.1,3,5 ট্রাই নাইট্রো বেনজিন
খ.2,4,6 ট্রাই নাইট্রো বেনজিন
গ.4-ক্লোরো 3,5 ডাইমিথাইল ফেনল
ঘ.অ্যাসিটাইল স্যালিসাইলিক এসিড
2.অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে সাদৃশ্য কোথায়?
ক.উভয়ে ফিনাইল হাইড্রাজিন পরীক্ষা প্রদর্শন করে
খ.উভয়ে আয়োডোফর্ম পরীক্ষা প্রদর্শন করে
গ.উভয়ে টলেন বিকারককে বিজারিত করে
ঘ.উভয়ে ফেহলিং দ্রবণকে বিজারিত করে
3.যেটি সত্য নয় -
ক.ব্যাকটেরিয়ার দেহকোষ হ্যাপ্লয়েড
খ.ব্যাকটেরিয়ার শ্বসন অঙ্গ মেসোজোম
গ.কোষে রাইবোজোম বিদ্যমান
ঘ.সবগুলিই
4.What is the adjective of 'marriage'?
ক.Marring
খ.Enmarry
গ.Marry
ঘ.Nuptial
5.ব্রায়োফাইটার বৈশিষ্ট্য কোনটি নয়?
ক.কোনো পরিবহনতন্ত্র নেই
খ.স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল নয়
গ.জননাঙ্গ বহুকোষী এবং বন্ধ্যাকোষের আবরণী দ্বারা বিদ্যমান
ঘ.মূল নাই, মূলের পরিবর্তে রাইজয়েড বিদ্যমান
6.Spirillum serpens ব্যাকটেরিয়ার দুই প্রান্তে এক গুচ্ছ করে ফ্ল্যাজেলা
বিদ্যমান। তাই এই ব্যাকটেরিয়াকে বলে -
ক.পেরিট্রাইকাস ব্যাকটেরিয়া
খ.অ্যাম্ফিট্রাইকাস ব্যাকটেরিয়া
গ.লফোট্রাইকাস ব্যাকটেরিয়া
ঘ.অ্যাট্রাইকাস ব্যাকটেরিয়া
7.বিটা রশ্মির ধর্ম যেটি নয় -
ক.এর ভেদন ক্ষমতা নেই
খ.বৈদ্যুতিক ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়
গ.ফটোগ্রাফিক প্লেটের উপর প্রতিক্রিয়া আছে
ঘ.ইহা ইলেকট্রনের প্রবাহ
8.ক্যাথোড রশ্মি সম্পর্কে যেটি সত্য নয়-
ক.এরা পরস্পরকে বিকর্ষণ করে
খ.ক্যাথোড রশ্মির জড়তা ধর্ম নেই
গ.ইহা নিষ্ক্রিয় গ্যাসকে ধনাত্মক ও ঋণাত্মকআয়নে পরিণত করতে পারে
ঘ.ক্যাথোড রশ্মি সরলপথে গমন করে
9.কোনটি সত্য নয়?
ক.সোডিয়াম ধাতু s-ব্লক মৌল
খ.কাইসেরাইটের সংকেত MgSO4.H2O
গ.ক্ষার ধাতু ও মৃৎক্ষার ধাতু সমূহ সাধারণত নিষ্ক্রিয়
ঘ.ম্যাগনেসাইটের সংকেত MgCO3
10.কোনটি প্রভাবক বিষ?
ক.MnO2
খ.As2O3
গ.Pt – তারজালি
ঘ.বেনজালডিহাইড
11.He requested that he might be allowed tocome in. Which of the
following is the correct direct speech?
ক.He requested me, ' Let him allowed to comein.'
খ.He asked, 'Allow me to come in.'
গ.He said, ' Let me to come in. '
ঘ.He said, ' May I come in.'
12.কোনটি সঠিক?
ক.বাফার দ্রবণ শুধুমাত্র অম্লীয় হবে
খ.তীব্র এসিড ও মৃদু ক্ষারক টাইট্রেশনে মিথাইল অরেঞ্জ নির্দেশক ব্যবহৃত হয়
গ.শক্তিশালী এসিড ও উহার ক্ষারকীয় লবণের মিশ্রণকে বাফার বলে
ঘ.pH, 7 এর বেশী হলে দ্রবণটি অম্লীয়
13.কোনটি সত্য নয়?
ক.d-ব্লক ও f-ব্লক মৌলসমূহ আয়নিক যৌগ গঠন করে
খ.আয়নিক বন্ধন শুধুমাত্র একটি ধাতু এবং একটি অধাতুর মধ্যে সম্ভব
গ.IA ও IIA উপশ্রেণীর মৌলসমূহ আয়নিক যৌগ গঠন করে
ঘ.কোনটিই নয়
14.Na2CO3 এর এক মোলাল দ্রবণ তৈরী করতে কত গ্রাম Na2CO3 প্রয়োজন হবে?
ক.40 gm
খ.53 gm
গ.98 gm
ঘ.106 gm
15.কোনটি সত্য নয়?
ক.দস্তা লেপনের বিশেষ পদ্ধতিকে শেরারডাইজিং বলে
খ.Na মৌলটি পর্যায় সারণীর ৩য় পর্যায়ে অবস্থিত
গ.প্রোটনের চেয়ে ইলেকট্রনের ভর কম
ঘ.নিউট্রন সকল পরমাণুতে বিদ্যমান
16.Which from of the word is adjective?
ক.Resolve
খ.Resolute
গ.Resolution
ঘ.Resolutely
17.স্থির তাপমাত্রায় এক বায়ুমন্ডলীয় চাপে রক্ষিত 100 cm3 H2 গ্যাসের উপর
চাপ বৃদ্ধি করলে এর আয়তন 76 cm3 হয়। গ্যাসের চাপ বৃদ্ধির পরিমাণ কত mm
Hg?
ক.200
খ.220
গ.240
ঘ.300
18.ভ্যাগাস স্নায়ু সম্পর্কে কোনটি সত্য?
ক.৯ম জোড়া করোটিক স্নায়ু
খ.জেনিকুলেট গ্যাংলিয়ন বিদ্যমান
গ.একে নিউমোগ্যাস্ট্রিক স্নায়ু বলে
ঘ.সবচেয়ে মোটা করোটিক স্নায়ু
19. 'জেন ফিরে এদহমি' চিত্রকর্মের চিত্রশিল্পী কে?
ক.মকবুল ফিদা হুসেন
খ.সালভাদর দালি
গ.পাবলো পিকাসো
ঘ.মাইকেল অ্যাঞ্জেলো
20.মানুষের প্যারোটিড গ্রন্থি নিঃসৃত রসের কাজ কোনটি?
ক.স্নেহ জাতীয় খাদ্য পরিপাক
খ.শত্রু দমন ও আত্মরক্ষা
গ.সিদ্ধ শর্করা জাতীয় খাদ্যের পরিপাক
ঘ.কোনটিই নয়
21.একটি দ্রবণের হাইড্রোক্সাইড আয়ন (OH-) এর ঘনমাত্রা 8.2 x 10-4 mol L-1
হলে উক্ত দ্রবণের pH এর মান কত?
ক.9.91
খ.10.91
গ.11.91
ঘ.10.75
22.পারমাণবিক আয়তন অনুসারে পর্যায় তালিকা তৈরী করেন -
ক.বিজ্ঞানী মেন্ডেলিফ
খ.বিজ্ঞানী লুথার মেয়ার
গ.বিজ্ঞানী মোসলে
ঘ.বিজ্ঞানী নিলস বোর
23.যেটি সত্য নয় -
ক.পোলিও, টাইফয়েড, আমাশয়, হেপাটাইটিস প্রভৃতি পানিবাহিত রোগ
খ.রিকম্বিনেন্ট DNA টেকনোলজির মাধ্যমে যে উদ্ভিদ সৃষ্টি করা হয় তাকে
ট্রান্সজেনিক উদ্ভিদ বলে
গ.প্রতিটি মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য 34 A°
ঘ.ক্রোমোজোমের প্রতিটি লোকাসে দুইটি করে জীন অবস্থান করে
24.অন্তঃস্টিলীয় অঞ্চলের ভাগগুলি যথাক্রমে-
ক.অধঃত্বক, কর্টেক্স, অন্তঃত্বক
খ.পেরিসাইকেল, কর্টেক্স, মজ্জা
গ.পেরিসাইকেল, মজ্জা, মজ্জারশ্মি
ঘ.অন্তঃত্বক, পেরিসাইকেল ও মজ্জা
25.আর্সেনিকের গলনাংক কত?
ক.972°C
খ.817°C
গ.633°C
ঘ.1640°C
26.Select the best form of narration. He told, 'Do the work.'
ক.He said that do the work.
খ.He ordered to do the work.
গ.He requested doing the work.
ঘ.He told doing the work.
27.কোনটি সত্য?
ক.CHCl3 এর সাথে O2 এর কোনো বিক্রিয়া ঘটে না
খ.ফেনল ত্বকে কোনো ক্ষত সৃষ্টি করে না
গ.অ্যাজো-ডাই তৈরীর জন্য নাইট্রোবেনজিন প্রয়োজন
ঘ.ইথানল তৈরীতে এনজাইম ডায়াস্টেজ, মলটেজ ও ইনভার্টেজ প্রয়োজন
28.সোয়েটজার বিকারক কোনটি?
ক.গাঢ় নীল বর্ণের ডাই অ্যামমিন কপার সালফেট দ্রবণ
খ.গাঢ় নীল বর্ণের টেট্রা অ্যামমিন কপার সালফেট দ্রবণ
গ.FeSO4 ও H2O2 এর বর্ণহীন দ্রবণ
ঘ.ZnCl2 ও গাঢ় HCl এর দ্রবণ
29.ক্লোরোবেনজিনের সমানুতা কয়টি?
ক.২টি
খ.৩টি
গ.৪টি
ঘ.নেই
30.একটি গ্যাসকে সালফিউরিক এসিডের সঙ্গে দ্রবীভূত করলে অন্য একটি অ্যাসিড
উৎপন্ন হয়। উহার সঙ্গে H2O যোগ করলে H2SO4 তৈরী হয়। গ্যাসটি হল -
ক.SO2
খ.CO2
গ.H2S
ঘ.SO3
31.ইথারের ব্যবহার যেটি নয় -
ক.জ্বালানি
খ.দ্রাবক
গ.হিমায়ক
ঘ.প্লাস্টিক শিল্পে
32.বিশ্বে টিন উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
ক.চীন
খ.ইন্দোনেশিয়া
গ.মালয়েশিয়া
ঘ.ব্রাজিল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন